SCMS

ভর্তি বিজ্ঞপ্তি-২০১৮

অন্যান্য ভর্তি সংক্রান্ত তথ্য ও অনলাইনে ফরম পূরণের জন্য উপরের "[[ ভর্তি তথ্য ]]" মেনুতে দেখুন।

জেএসসি পরীক্ষা

৩০ ১০/২০১৭ নির্বাচনী পরীক্ষার অন লাইনে ফলাফল সকাল ১১ ঘটিকায় প্রকাশ করা হবে । নির্বাচিতদের আগামী ৩১/১০/২০১৭ তারিখ বিদ্যালয়ের বকেয়া সহ বোর্ডের ফরম ফিলাপের টাকা স্ব স্ব শ্রেনি শিক্ষকের নিকট জমা দানের জন্য নিদেৃশ প্রদান করা হ’ল ।

নোটিশ

প্রিয় শিক্ষার্থী আগামী ১৩ মার্চ ২০১৭ তারিখ প্রভাতী শিফট সকাল ৭.০০ এবং দিবা শিফট বেলা ১২ টায় শ্রেনী পাঠদান আরম্ভ হবে ।সে মোতাবেক সকলকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো ।-প্রধান শিক্ষক

মহান ভাষা দিবস

শহীদ দিবস ও র্আন্তজাতিক মাতৃভাষা দিবস -২০১৭ উপলক্ষে ২১ ফ্রেবুয়ারি প্রভাত ফেরিতে অংশ গ্রহনের জন্য সকল শিক্ষক ও শিক্ষার্থীকে সকাল ৬-৩০ মি. বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো ।

বার্ষিক ক্রীড়া

সকলের অবগতির জানানো যাচ্ছে যে, ২২ জানুয়ারি ২০১৭ সকাল ১০ ঘটিকায় বিদ্যালয়ের পুরষ্কার বিতরণী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান ।প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন মাননীয় জেলা প্রশাসক পত্নী জনাব সাকেরা খানম ।যথা সময়ে সকলের উপস্থিতি একান্ত কাম্য । প্রধান শিক্ষক-

1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9